KIRANDHUPGURI Activity - 81 Date - 06.01.23
দায়িত্বের দ্বিতীয় মাস , এমাসের সমস্ত কিছু পৌঁছে দেওয়া হয়েছে মোবাইল বিল থেকে যা যা প্রয়োজনীয় ঋতিকার জন্য , গত মাসের যা খাবার দেওয়া হয়েছিল তার মধ্যে অনেক কিছু এখনো আছে সেই হিসেবে এই মাসের খাবার লিস্ট করা হয়েছে। সাথে নবম শ্রেণীর সমস্ত বিষয়ের নোট বই গুলো দেওয়া হয়েছে। 'সু' না থাকার কারনে এক জোড়া 'সু' কিনে দেওয়া হয়েছে। গত মাসের ন্যায় এই মাসের ও সংগ্ৰহ অর্থ/খরচ অর্থের হিসেব ও বর্তমানে ঋতিকার জন্য কত টাকা জমা আছে সবটাই তুলে ধরা হয়েছে সকলে একটু দেখে নিবেন।
আগামী কাল বৈরাতীগুড়ি হাইস্কুলে ঋতিকার ভর্তি , সকলে আশির্বাদ করবেন ওর জন্য এখনো অনেকটা পথ চলতে হবে। ধন্যবাদ আপনাদেরকে যারা এই দুটি মাস থেকে ওর সাথে আছেন, আপনারা না থাকলে এটা সম্ভব ছিল না , আশারাখছি আগামীতেও পাশে থাকবেন।
★ ডিসেম্বর মাসের হিসেব নিকাশ https://m.facebook.com/story.php?story_fbid=515732073922356&id=100064567037465&mibextid=Nif5oz
আমাদের যোগাযোগ নম্বর 080016 18563 www.kirandhupguri.com contact@kirandh080016 18563
Comments