top of page
Search
Writer's pictureDipayan Dutta

।। দীপাবলি পালন দুঃস্থ অসহায় বাচ্চাদের সাথে ।।


K I R A N

Activity - 47

Date -28.10.19


।।শুভ দীপাবলি।।


এক অন্যরকম অনুভুতি। আজ সকলে মিলে আমরা ঘুরতে বেড়িয়েছিলাম, তবে শুধু মাত্র আমরাই নয় আমাদের সাথে ছিলো এমন একটি পরিবার মনে বিশ্বনাথ মন্ডল ও তার দুই ছেলে। যাদের আমরা প্রায় দেড় বছর ধরে দেখাশোনা করে আসছি তাদেরকে নিয়েই হলো পূজো পরিক্রমা। সবটাই হয়েছে হইহুল্লোড় , আনন্দ শেষে খাওয়া দাওয়া।


তবে এই পরিবারের অবস্থা এতটাই খারাপ যে , যদি এই মুহূর্তে বিশ্বনাথ বাবুর (বছর তার প্রায় ৬০ বছরের উর্ধ্বে) কিছু একটা হয়ে যায় তাহলে এই বাচ্চা দুটোকে দেখবে কে বাচ্চাদুটোর দিন দিন বয়স বাড়লেও পুষ্টির অভাব এ তাদের কোন ভাবেই বিকাশ হচ্ছে না , দুজনের মধ্যে এক জন এখনো পুরোপুরি ঠিকভাবে কথা বলতে পারেনা।

সেই দিক চিন্তা ভাবনা করে অনন্ত পক্ষে বাচ্চাদের কথা ভেবে তাদের জন্য কিছু ভাবেছি আমরা , যাতে পরবর্তীতে তাদের কোন রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। এর জন্য আপনাদের সকলকে সব সময় পাশে চাই।


©K I R A N - Dhupguri

https://kirandhupguri.wixsite.com/website

4 views0 comments

Yorumlar


bottom of page